ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিপিএল কি শেষ তানজিম সাকিবের?

বিপিএল কি শেষ তানজিম সাকিবের?

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১১:০১

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নিয়মিত সদস্য হিসেবে খেলছিলেন পেসার তানজিম হাসান সাকিব। তবে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যায়নি তাকে। তার অনুপস্থিতির কারণ হিসেবে পরে জানা গেছে চোটের কথা।  

সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং কোচ ডলার মাহমুদ নিশ্চিত করেছেন, ঘাড়ের চোটের কারণে তানজিমকে বাইরে রাখা হয়েছে। ডলার মাহমুদ বলেন, ‘আজকের (গতকালের) ম্যাচের আগেই সাকিব কিছুটা ব্যথা অনুভব করছিলেন। বোলিং অনুশীলনে গেলে ব্যথা আরও বাড়ে। তাই ম্যাচে তাকে খেলানো সম্ভব হয়নি।’

তানজিমের জায়গায় একাদশে সুযোগ পান আরেক পেসার সুমন খান। তবে এই পেসারের মাঠে ফিরতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।  

সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে তানজিম সাকিবের এবারের বিপিএলে ফেরার সম্ভাবনাও প্রায় নেই। সিলেটের বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি। চোট থেকে সেরে ওঠা এবং দলের পরিস্থিতি বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে, তানজিম হয়তো আর এই আসরে মাঠে নামতে পারবেন না। এ অবস্থায় সিলেটকে পরবর্তী ম্যাচগুলোতে তানজিমের অভাব পূরণ করতে হবে বিকল্প বোলারদের মাধ্যমে।
 

আরও পড়ুন

×