বিপর্যয় থেকে রিয়াদ-রিশাদে ভালো সংগ্রহ বরিশালের

খুলনার বিপক্ষেষ ৫০ রানের ইনিংস খেলার পথে রিয়াদ। ছবি: ফরচুন বরিশাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ২০:২৮
বিপিএলের চট্টগ্রাম পর্বের দুই ম্যাচেই জিতেছে ফরচুন বরিশাল। চট্টগ্রামে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচেও জয় লক্ষ্য ধরে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গেল আসরের চ্যাম্পিয়ন বরিশাল।
তাওহীদ হৃদয় ওই বিপর্যয় কিছুটা সামাল দেন। মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি করে দলকে এগিয়ে নেন। রিশাদ ঝড়ো ইনিংস খেলে বরিশালকে ৯ উইকেটে ১৬৭ রানের পুঁজি এনে দেন।
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৬ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় বরিশাল। গোল্ডেন ডাক মারেন অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল ও তিনে নামা ডেভিড মালান। মেহেদী মিরাজ তাদের আউট করেন। পরেই ফিরে যান মুশফিকুর রহিম (৫)। টুর্নামেন্ট জুড়েই বিবর্ণ তিনি।
ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় ও পাঁচে নামা মাহমুদউল্লাহ ৩৭ রানের জুটি গড়ে ওই ধাক্কা কিছুটা সামাল দেন। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হওয়ায় ওপেনিংয়ে নামেন হৃদয়। তিনি ৩০ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন।
হৃদয় দলের ৬৩ রানে ফিরে যান। ১ রান যোগ করেই আউট হন মোহাম্মদ নবী। ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে বরিশাল। মাহমুদউল্লাহ ও রিশাদ সেখান থেকে ৪৭ রানের জুটি গড়েন। রিয়াদ খেলেন ৪৫ বলে ৫০ রানের কার্যকরী ইনিংস। তিনি তিনটি চার ও দুটি ছক্কা তোলেন। রিশাদ ১৯ বলে ৩৯ রান যোগ করেন। পাঁচ চারের সঙ্গে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষে জাহানদাদ ৫ বলে ১০ ও তানভীর ৪ বলে ১২ রান করেন।
বরিশালের ইনিংসে শুরুতে ধাক্কা দেওয়া মিরাজ শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সালমান ইরশাদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
- বিষয় :
- বিপিএল
- মাহমুদুল্লাহ