দাবাড়ুদের মধ্যে অসন্তোষ

প্রতীকী ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ০৯:১২
জাতীয় দাবায় চ্যাম্পিয়ন খেলোয়াড়ই অংশ নিয়ে থাকেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে। সে হিসেবে গত বছরের জুলাইয়ে জাতীয় দাবায় শিরোপা জেতা আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়েরই খেলার কথা ওয়ার্ল্ড দাবায়। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বেশ কয়েকজন দাবাড়ু।
তাদের কথা হলো, ২০২৪ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলা পাঁচ দাবাড়ু ইতোমধ্যে দাবা অলিম্পিয়াডে খেলেছিলেন। সেই হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরের ফলাফল দিয়ে ভবিষ্যতে টুর্নামেন্টের জন্য দাবাড়ু চূড়ান্ত করার বিপক্ষে অনেকে। নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর ভারতে অনুষ্ঠেয় ফিদে দাবা বিশ্বকাপে খেলার কথা মনন রেজা নীড়ের। অন্য দাবাড়ুরা চাচ্ছেন, বিশ্বকাপে খেলার জন্য তাদের যেন সুযোগ দেওয়া হয়। সে জন্য দাবা বিশ্বকাপের আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ করার দাবি বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে তুলে ধরেছেন দাবাড়ুরা। ফেডারেশন থেকে অবশ্য জানানো হয়েছে, বিশ্বকাপের আগে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজনের চেষ্টা করছেন তারা।
নানা কারণে ২০২৩ সালে জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। পরের বছর হয়েছিল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ। সেই হিসেবে এই বছরও হওয়ার কথা ঘরোয়ার দাবার সর্বোচ্চ আসরটি। কিন্তু শুরুতে ফেডারেশন একটু ধীরে চলো নীতিতে হাঁটতে থাকে। কারণ, আগের সূচি অনুযায়ী জুলাইয়ে হওয়ার কথা ছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। এই কয়েক মাসের মধ্যে জাতীয় দাবা আয়োজন করাও কঠিন হতো বলে মনে করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান। তাই টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ায় জাতীয় দাবা প্রতিযোগিতা আয়োজন করে সবার জন্য বিশ্বকাপ টিকিট কাটার পথ উন্মুক্ত করা হবে বলে গতকাল সমকালকে জানান তিনি, ‘এটা স্বাভাবিক ব্যাপার, যে খেলোয়াড় জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হবে, সেই খেলবে বিশ্বকাপে। যদি জুলাইয়ে টুর্নামেন্ট হতো, তাহলে আমাদের জাতীয় দাবায় সেরা প্লেয়ারকেই পাঠাতে হতো। এখন যেহেতু অক্টোবর-নভেম্বরে চলে গেছে দাবা বিশ্বকাপ, সেহেতু আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ করব। সেটা কবে নাগাদ আয়োজন করব, সে ব্যাপারে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
দাবা বিশ্বকাপ টিকিটের লড়াই এবার হবে জমজমাট। মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ারসহ
আরও অনেকের সামনে সুযোগ ফিদে দাবা বিশ্বকাপ খেলার।
- বিষয় :
- দাবা
- দাবা ফেডারেশন