সুস্থ আছেন মাশরাফি, করাতে হবে এক্সরে

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৪:১৭ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৪:৫৯
করোনা আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মর্তুজা সুস্থ আছেন। গত শনিবার তিনি করোনা পজিটিভ হন। করোনার উপসর্গ থাকায় শুক্রবার তার পরীক্ষা করানো হয়।
মাশরাফির ছোট ভাই মোরসালিন মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শারীরিক অবস্থার কোন পরিবর্তন নেই। আগে থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল। আজ সম্মিলিত সামরিক হাসপাতালে তার একটি এক্সরে করানো হবে। খবর-বিবিসি বাংলা
মাশরাফিকে দেখাশুনার জন্য তার সঙ্গে স্ত্রী সুমনা হক আছেন। এছাড়া মাশরাফির ছোট ভাই মোরসালিন হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে মাশরাফি ছেলে-মেয়েদের পাঠিয়ে দেওয়া হয়েছে নড়াইলে। এর আগে মাশরাফির শাশুড়ি ও তার শ্যালিকার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ভক্ত-সমর্থকরা তার সুস্থতা কামনা করছেন। মাশরাফির জাতীয় দলের সতীর্থরা দ্রুত তার আরোগ্য কামনা করেছেন। মাশরাফির জন্য দোয়ার আয়োজন করেছিলেন নড়াইলবাসী।