ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হঠাৎ বাফুফেতে সালাউদ্দিন, সভাপতির চেয়ারে বসতে বলেন তাবিথ

হঠাৎ বাফুফেতে সালাউদ্দিন, সভাপতির চেয়ারে বসতে বলেন তাবিথ

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ২০:৩৪

গত বছরের ২৬ অক্টোবর নির্বাচনের পর বুধবার প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসেন সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তাকে বাফুফে সভাপতি তাবিথ তাকে নিজের চেয়ারে বসতে বলেন।

২০০৮ সাল থেকে ২০২৪ সাল; টানা চার মেয়াদে যে রুমে বসে ফুটবলের কার্যক্রম চালিয়েছেন, বুধবার নিজের সেই প্রিয় কক্ষে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিংবদন্তি এ ফুটবলার। তার আগমনের দিনে বিশেষ একটা কারণে বর্তমান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ছিলেন যুক্তরাজ্যে। 

দুই মেয়াদে সালাউদ্দিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাবিথের। তাই বাফুফের সাবেক সভাপতি সালাউদ্দিন ফেডারেশন ভবনে আসর পরই তাকে ফোন করেন তাবিথ। এই সময় তাকে ফোনে সভাপতির চেয়ারে বসার জন্য বলেন তাবিথ।

সেখানে উপস্থিত বাফুফের এক কর্মকর্তা সমকালকে বলেন, ‘সালাউদ্দিন ভাই আসার পরই তাবিথ ফোনে কথা বলেছেন। সাবেক সভাপতির প্রতি সম্মান রেখে তাবিথ নিজের চেয়ারে বসতে বলেন সালাউদ্দিনকে। ধন্যবাদ জানান সালাউদ্দিন, তবে সভাপতির চেয়ারে বসেননি তিনি। প্রায় ৩ ঘন্টার মতো ফেডারেশনে ছিলেন তিনি।’

আরও পড়ুন

×