জিতলেই সুপার ফোর চট্টগ্রাম ও খুলনার

খুলনা টাইগার্সের উইকেট উদযাপন। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৮:৪৫
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম কিংস। টস হেরে ব্যাট করছে মোহাম্মদ মিঠুনের দল। এই ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে চট্টগ্রামের।
একই সমীকরণ খুলনা টাইগার্সের সামনেও। তারা আগামী শনিবার বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে। ওই ম্যাচে জিতলে সুপার ফোর নিশ্চিত হবে মেহেদী মিরাজের দল খুলনারও।
চট্টগ্রাম কিংস ১০ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে। ১২ পয়েন্ট তুলেছে তারা। নেট রান রেট +১.০৪৫। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতলে নেট রান রেটের কোন সমীকরণ ছাড়াই শেষ চারে চলে যাবে তারা।
চট্টগ্রাম শনিবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। ওই ম্যাচেও তারা জিতলে রংপুর রাইডার্সকে হটিয়ে কোয়ালিফায়ারে চলে যেতে পারে। কারণ শেষ দুই ম্যাচেই জিতলে নেট রান রেটে রংপুরকে ছাড়িয়ে যাবে তারা।
খুলনা শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে চলে যেতে পারে সুপার ফোরে। তবে নেট রান এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ১২ ম্যাচে ৬ জয় পাওয়া রাজশাহীর নেট রান রেট -১.০৩০। খুলনার নেট রান রেট -০.১৭৫। অর্থাৎ রাজশাহীর চেয়ে নেট রান রেটে এগিয়ে খুলনা। ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে খুলনা জয় পেলে নেট রান রেটে রাজশাহীর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে একেবারেই কম।
- বিষয় :
- বিপিএল
- খুলনা টাইগার্স