রংপুর রাইডার্সে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩০
প্লে-অফের আগে দলকে শক্তিশালী করতে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ডকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও রংপুর রাইডার্স এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
২৮ বছর বয়সী ডোনাল্ড এখনো ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাননি, তবে ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৭৮ ম্যাচ খেলে ৭৩ ইনিংসে করেছেন ১৩৪০ রান, যেখানে রয়েছে ৮টি ফিফটি। তার স্ট্রাইক রেট ১৪৪.৭০, যা রংপুরের মিডল অর্ডারে বাড়তি শক্তি যোগ করতে পারে।
ডোনাল্ডের প্রোফাইল খুব বেশি উজ্জ্বল না হলেও, খুশদিল শাহের অনুপস্থিতিতে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডল অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্য দেখিয়েছেন তিনি, যা বিপিএলের মতো প্রতিযোগিতামূলক আসরে কাজে লাগতে পারে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের পারফরম্যান্স ওঠানামার মধ্যে রয়েছে। টানা ৮ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করলেও, এরপর টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। আজ (সোমবার) এলিমিনেটর ম্যাচে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। আগের ম্যাচেও খুলনার কাছে হেরেছিল রংপুর। তবে গ্রুপ পর্বে দুই দলের দুই দেখায় জয়-পরাজয়ের হিসাব সমান (১-১)। এবার দেখার পালা, প্লে-অফে নতুন মুখ ডোনাল্ড কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন রংপুরের হয়ে।
- বিষয় :
- রংপুর রাইডার্স