ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফাইনালের লড়াইয়ে দুর্দান্ত শামীম, লড়াইয়ের পুঁজি চট্টগ্রামের

ফাইনালের লড়াইয়ে দুর্দান্ত শামীম, লড়াইয়ের পুঁজি চট্টগ্রামের

ফরচুন বরিশালের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলার পথে শামীম। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১২ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১৮

শুরুতে ব্যাটিং বিপর্যয়, সেখান থেকে ধস। এরপর বড় হার। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটরে এমনই ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারেও একপেশে ম্যাচের আভাস মিলেছিল। ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল চট্টগ্রাম কিংস। কিন্তু একজন শামীম পাটোয়ারির দুর্দান্ত ইনিংসে ৯ উইকেটে ১৪৯ রান করতে পেরেছে চট্টগ্রাম। লড়াই করার পুঁজি পেয়েছে দলটি। 

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৪ রানে প্রথম, ১৪ রানে দ্বিতীয়, ২৪ রানে তৃতীয় ও ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার খাজা নাফি (৪), তিনে নামা গ্রাহাম ক্লার্ক (৬), চারে নামা মোহাম্মদ মিঠুন (১) ও মিডলের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী (৭)।

ওই বিপর্যয় থেকে জুটি গড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দুই সতীর্থ পারভেজ ইমন ও শামীম হোসেন পাটোয়ারি। তারা পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়েন। ওই জুটিতে চট্টগ্রাম ১৭০-১৮০ রান পাবে এমনই মনে হচ্ছিল। তবে ওপেনার পারভেজ ৩৬ বলে ৩৬ রান করে ফিরলে চট্টগ্রামের পরিকল্পনায় ছেদ পড়ে। বাঁ-হাতি এই ব্যাটার তিনটি চার ও দুটি ছক্কা মারেন। 

শামীম পাটোয়ারি লোয়ারের খালেদ আহমেদকে এক প্রান্তে রেখে তবু লড়ছিলেন। তিনি ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে ফেরেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে ছক্কা আসে চারটি। ১৯তম ওভারে ৪ উইকেট নিয়ে ৩২ বছর বয়সী পাকিস্তানি পেসার আলী খান চট্টগ্রামের রানের চাকা পুরোপুরি আটকে দেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। কাইল মায়ার্স ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। 

আরও পড়ুন

×