ফাইনালে দুইশ’ রানের পথে ছুটছে চট্টগ্রাম

বিপিএল ফাইনালের টস। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৩৩ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪৩
বিপিএলের ফাইনালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করছে চট্টগ্রাম কিংস। দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ব্যাটে ঝড়ো শুরু করে চট্টগ্রাম। তারা দু’জনই ফিফটি করে দলকে দুইশ’ রানের পুঁজি পাওয়ার মতো ভিত্তি এনে দিয়েছেন।
চট্টগ্রাম ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে। বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন ৩৫ বলে ৫৫ রান করেছেন। তার সঙ্গী গ্রাহাম ক্লার্ক। খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান করে ফিরেছেন। সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
বিদেশি ক্রিকেটারের তারার মেলা বসিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে ‘কাকে রেখে কাকে খেলাব’ এমন অবস্থা তামিম ইকবালের দলের। তবে ডেভিড মালান, মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্সের সঙ্গে পেসার মোহাম্মদ আলীকে একাদশে নিয়েছে তারা। ফাইনালের জন্য জেমি নিশামকে ডেকে আনলেও খেলায়নি।
ফাইনালের জন্য চট্টগ্রাম কোন কোন বিদেশি তারকা আনবে কিনা তা নিয়ে আলোচনা ছিল। তবে কোয়ালিফায়ারের একাদশেই আস্থা রেখেছে তারা। শুধু আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় নাইম ইসলাম একাদশে ঢুকেছেন।
বরিশালের একাদশ: তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ আলী।
চট্টগ্রাম কিংস: খাজা নাফি, পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, হুসেইন তালাত, নাইম ইসলাম, শামীম পাটোয়ারি, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, বিনোরা ফার্নান্দো।
- বিষয় :
- বিপিএল
- ফরচুন বরিশাল