কেমন হলো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। ছবি: ইনসাইড স্পোর্টস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৪২
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আসর শুরু করবে মোহাম্মদ রিজওয়ানের দল।
ওই ম্যাচের আগে পাকিস্তান জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছে পিসিবি। পাকিস্তানের নতুন জার্সি পরে পোজ দিয়েছেন জাতীয় দলে খেলা সাবেক দুই অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তারা দলগত ছবিও তুলেছে।
পাকিস্তান জাতীয় দলকে মেন ইন গ্রিন বলা হয়। তারা সবুজ জার্সি পরে বলেই এমনটা নাম তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান বেছে নিয়েছে গাড়ো সবুজ জার্সি। পূর্বে পাকিস্তান এমনই জার্সি পরে খেলত।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ছয় দলকে নিজ দেশে স্বাগত জানাবে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে।
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স ট্রফি
- বাবর আজম