ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

ভারতের সাবেক ক্রিকেটার ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:০৭

ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বড় কোন ক্ষতির মুখে পড়তে হয়নি তার। ভারতের সংবাদ মাধ্যম দিয়েছে এই খবর। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ। দুর্ঘটনার সঙ্গে তিনটি গাড়ি সম্পৃক্ত। তবে কেউ আহত হননি। কেবল সৌরভের রেঞ্জ রোভারে পেছন থেকে ধাক্কা দেওয়ায় তার গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌরভ গাঙ্গুলি বর্ধমানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাচ্ছিলেন। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা ছিল তার। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সৌরভের গাড়ি পেছন থেকে একটি লরি অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সৌরভের গাড়ির ড্রাইভার ব্রেক ধরতে বাধ্য হলে পেছনের গাড়ি তাদের ধাক্কা দেয়।

পরে বর্ধমানের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, ‘আমি এখানে আসতে পেরে উচ্ছ্বসিত। আমাকে আমন্ত্রণ জানানোয়  খুবই আনন্দিত।’ এ সময় বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি। অনেক বছর পরে আমন্ত্রণ পাওয়ায় ধন্যবাদ জানান।    

আরও পড়ুন

×