হৃদয়-জাকেরের প্রশংসা করলেন রোহিত, ভুল ধরিয়ে দিলেন শামি

জাকের আলীর জুতার ফিটা বেঁধে দেন রোহিত। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:০৯
টস জিতে ব্যাটিং নিয়ে ৩৫ রানে নেই ৫ উইকেট। টস জিতে ‘নিজের পায়ে কুড়াল মারা’ সিদ্ধান্ত মনে হওয়া স্বাভাবিক। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে দেখা গেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা আরও কঠিন ছিল।
বিপর্যয়ে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়ও জানিয়েছেন, টস জিতে ব্যাটিংয়ে কোন ভুল ছিল না, ‘আমরা টস জিতলে ব্যাটিং করবো, এ বিষয়ে পরিষ্কার ছিলাম।’
ওই বিপর্যয়ে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন সাতে ব্যাট করতে নামা জাকের আলী। তারা ১৫৪ রানের জুটি গড়েন। তাদের দু’জনের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচ শেষে সম্প্রচার স্বর্ত পাওয়া টিভি চ্যানেলকে রোহিত বলেন, ‘হৃদয় ও জাকেরকে কৃতিত্ব দিতে হবে। তারা দারুণভাবে ইনিংসটা মেরামত করেছেন।’
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ শামি জানিয়েছেন, বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেললে আরও কঠিন হতে পারত ভারতের রান তাড়া করা।
৫ উইকেট নেওয়া পেসার বলেন, ‘আমরা তিন স্পিনার নিয়ে খেলেছি। তারা দু’জন স্পিনার রেখেছিল। এখানে সম্ভবত আমরা একটু এগিয়ে গেছি। তাদের তিন স্পিনার থাকলে রান তাড়া আরেকটু কঠিন হতে পারত। তবে এটা আমাদের কম্বিনেশন। ওটা তাদের।’