ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টেকনিক বদলে বাংলাদেশের পেস ও স্পিন সামলাতে হয়েছে, জানালেন গিল 

টেকনিক বদলে বাংলাদেশের পেস ও স্পিন সামলাতে হয়েছে, জানালেন গিল 

শুভমন গিলের সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:৫৫

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ক্যারিয়ারের ৫১ ইনিংসে অষ্টম সেঞ্চুরি পেয়েছেন শুভমন গিল। ৫০ ওভারের ক্রিকেটে দুইশ’ রানের ইনিংসও আছে তার। তারপরও আইসিসির ইভেন্টে পাওয়া ক্যারিয়ারের প্রথম এই সেঞ্চুরিকে ‘সবচেয়ে সন্তোষজনক’ ইনিংস অ্যাখ্যা দিয়েছেন ২৫ বছর বয়সী গিল। 

বাংলাদেশের ২২৮ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে ভারত। সাদা চোখে মনে হবে, সহজেই জিতেছে দলটি। যদিও মিডল অর্ডারে একটু চাপে পড়েছিলেন শুভমন গিলরা। তবে ভারতীয় ওপেনারের ভাষ্যে, বেশ চাপে ছিলেন তারা। টেকনিক বদলে সামলাতে হয়েছে বাংলাদেশের পেস এবং স্পিন বোলিং। 

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে ১২৯ বলে ১০১ রানের হার না মানা ইনিংস খেলা গিল বলেন, ‘আমি ও রোহিত ভাই ব্যাটিংয়ের সময়ই মনে হচ্ছিল, অফ স্টাম্পের বাইরের বল সহজে ব্যাটে আসছে না। পেস বোলারদের ক্ষেত্রেও তাই ওভার দ্য লাইনে গিয়ে খেলার চেষ্টা করেছি।’

বাংলাদেশের স্পিনাররা আক্রমণে আসতেই গিল এবং বিরাট আবিষ্কার করলেন সামনের পায়ে খেলা যাবে না। সেভাবেই পরিকল্পনা করেন তারা। গিল বলেন, ‘বিরাট ভাই ও আমার কথা হচ্ছিল। আমরা দেখলাম স্পিনারদের বিপক্ষে সামনের পায়ে সিঙ্গেলও পাওয়া যাচ্ছে না। আমরা তাই পেছনের পায়ে সিঙ্গেল নেওয়ার সিদ্ধান্ত নেই।’ 

গিল জানিয়েছেন, উইকেটে সেট হওয়া ড্রেসিংরুম থেকে তাকে ম্যাচ শেষ করে আসার বার্তা দেওয়া হয়েছিল, ‘এক পর্যায়ে আমাদের ওপর চাপ চলে আসে। ড্রেসিংরুম থেকে বলা হয়, আমাকে শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করতে হবে। আমি সেটাই করেছি।’

আরও পড়ুন

×