ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রোটিয়া ‘টর্নেডো’ ক্লাসেন কেন খেলছেন না 

প্রোটিয়া ‘টর্নেডো’ ক্লাসেন কেন খেলছেন না 

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ক্লাসেন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:০৫

মারকুটে ব্যাটার হেনরিক ক্লাসেনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে নেই তিনি। তার মতো একাদশে নেই আরেক ব্যাটার ত্রিস্তান স্টাবস। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে,  নরিক ক্লাসেন বাঁ কনুইয়ের ইনজুরিতে ভুগছেন। সতর্কতার অংশ হিসেবে তাকে আফগানিস্তানের বিপক্ষে খেলানো হচ্ছে না। 

স্টাবস অবশ্য ফিট আছেন। তবে টেম্বা বাভুমা ও ফন ডার ডুসেনকে জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে তাকে। 

ক্লাসেন সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচ খেলেছেন। ওই ম্যাচে তার ব্যাট থেকে ৫৬ বলে ৮৭ রানের টর্নেডো ইনিংস আসে। অবশ্য ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারেননি। 

এর আগে ক্লাসেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন। ঘরের মাঠের ওই সিরিজের প্রথম ম্যাচে ক্লাসেন ৯৭ বলে ৮৬ রান করেন, দ্বিতীয় ম্যাচে ৭৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেন। শেষ ম্যাচে খেলেন ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস। আসরের বাকি ম্যাচে তাকে ফিট পেতেই ঝুঁকি নেয়নি প্রোটিয়ারা। 

আরও পড়ুন

×