ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টেন্ডুলকারের চোখে আফগানিস্তানের জয় আর অঘটন নয়

টেন্ডুলকারের চোখে আফগানিস্তানের জয় আর অঘটন নয়

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:০৯

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দাপুটে জয় সেটাই প্রমাণ করে। এই জয়ে মুগ্ধ হয়ে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার আফগানদের প্রশংসায় ভাসিয়েছেন।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৩২৫/৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন, যা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ইংল্যান্ডের জয়ের আশা জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির পরও ফিকে হয়ে যায় আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী বোলিংয়ে। ৫ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান।

আফগানদের এই উত্থানে মুগ্ধ হয়ে টেন্ডুলকার এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতি অনুপ্রেরণাদায়ক! এখন আর তাদের জয়কে অঘটন বলা যায় না, তারা এটি অভ্যাসে পরিণত করেছে।’

শুধু দল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইকেও প্রশংসা করেছেন টেন্ডুলকার। তার প্রশংসার জবাবে প্লেয়ার অব দ্য ম্যাচ ইব্রাহিম জাদরান লেখেন, ‘যিনি গোটা বিশ্বের প্রজন্মকে ব্যাট হাতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের!’

আরও পড়ুন

×