ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বার্সেলোনার বিপক্ষে খেলা হবে না ডি মারিয়ার 

বার্সেলোনার বিপক্ষে খেলা হবে না ডি মারিয়ার 

বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ | ২১:২৭

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে বার্সেলোনা ও বেনফিকা মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বার্সা বুধবার বাংলাদেশ সময় রাত ২টার ম্যাচে বেনফিকার মাঠে নামবে। 

ওই ম্যাচে খেলা হবে না বেনফিকার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার। ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি তারকা। 

ডি মারিয়া তার বাঁ পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। মোনাকোর বিপক্ষে প্লে অফের ম্যাচে ওই ইনজুরিতে পড়েছিলেন তিনি। শেষ ষোলোর লড়াইয়ের আগে কাটিয়ে উঠতে পারেননি ওই ইনজুরি। 

ডি মারিয়া ছাড়াও বেনফিকার বেশ ক’জন শুরুর একাদশের ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম রেনাতো সানচেজ, ম্যানু সিলভা, অ্যালেক্সজান্ডার বাহ। ডি মারিয়া চলতি মৌসুমে বেনফিকার হয়ে ১৪ গোল করেছেন। 

আরও পড়ুন

×