ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ওয়ানডের র‌্যাঙ্কিং সেরা অলরাউন্ডার ওমরজাই 

ওয়ানডের র‌্যাঙ্কিং সেরা অলরাউন্ডার ওমরজাই 

ওয়ানডের সেরা অলরাউন্ডার ওমরজাই। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১৯:৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে দারুণ খেলে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীর শীর্ষস্থান দখল করেছেন। 

ওমরজাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ১২৬ রান করেন। ৪২ গড়ে ও ১০৪.১৩ স্ট্রাইক রেটে। যে কারণে শীর্ষে উঠেছেন তিনি। 

ওমরজাই দুই ধাপ এগিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হয়েছেন। এছাড়া ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন তিনি। পূর্বে ব্যাটিংয়ে ২৪ নম্বরে ছিলেন এই ডানহাতি ব্যাটার ও বোলার।

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলির। তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন তিনি। সেরা অবস্থানে আছেন শুভমন গিল, বাবর আজম দুইয়ে ও হেনরিক ক্লাসেন ৩ নম্বরে আছেন।   

আরও পড়ুন

×