শিরোপা মঞ্চে নেই পাকিস্তানের কেউ, আইসিসির কাছে ব্যাখ্যা চাইল পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠান। ছবি: এপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫ | ২১:৫৯
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা মঞ্চে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিন্নি এবং নিউজিল্যান্ড বোর্ডের পরিচালক রজার টোইস উপস্থিত ছিলেন।
চমক বলা যায় বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিৎ সাইকিয়ার উপস্থিতি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তানের কোন প্রতিনিধি ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা মঞ্চে।
স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির থাকার কথা ছিল। তিনি যেতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান অংশের আয়োজনের সামগ্রিক দেখভালের দায়িত্বে থাকা সুমাইর আহমেদকে পাঠানো হয়েছিল।
শিরোপা প্রদান ও সমাপনী অনুষ্ঠানে সুমাইর না থাকলেও বিসিসিআই সেক্রেটারি থাকায় বেশ অবাক হয়েছে পিসিবি। ব্যাখ্যা চেয়েছে আইসিসির কাছে। পিসিবির কর্মকর্তা জানিয়েছে, আইসিসি এখনো বিষয়টির কোন ব্যাখ্যা দেয়নি।
সংবাদ মাধ্যম দাবি করেছে, পিসিবি মহসিন নাকভির জায়গায় সুমাইরকে পাঠানোর বিষয়টি আইসিসি’কে অবগত করেনি। যে কারণে সুমাইরকে মঞ্চে আসার অনুমতি দেওয়া হয়নি। অন্য প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোর্ড সভাপতি বা নির্বাচিত পরিচালক ছাড়া শিরোপা মঞ্চে আসার অনুমতি মেলে না। সুমাইর পিসিবির নির্বাচিত কোন প্রতিনিধি নন, যে কারণে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুমতি মেলেনি তার।
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স ট্রফি
- পিসিবি
- বিসিসিআই