চাহালের জীবনে আরেক নারী আসতেই ধনশ্রীর নতুন ‘স্ট্র্যাটেজি’

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১৪:০৭
ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি চর্চা তুঙ্গে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে তার ডিভোর্সের মামলা চলমান থাকলেও, এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চাহালের সঙ্গে দেখা যায় এক রহস্যময় নারীকে। তখন থেকেই শুরু হয় জল্পনা—চাহালের সঙ্গে এই তরুণী কে?
জানা যায়, ওই নারীর নাম আর জে মাহভাশ। কয়েক দিন আগেও চাহালের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়, যদিও তখন মাহভাশ সম্পর্কের গুঞ্জন নাকচ করে দিয়েছিলেন। তবে এবার ম্যাচের গ্যালারিতে দু’জনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখার পর নতুন করে গুঞ্জন ডালপালা মেলেছে।
এই খবর পৌঁছে গেছে ধনশ্রীর কাছেও। আর তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে ভক্তরা ধারণা করছেন, চাহালকে হয়তো এখনই ছাড়তে প্রস্তুত নন ধনশ্রী। এতদিন ইনস্টাগ্রাম থেকে চাহালের সঙ্গে সব ছবি সরিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ধনশ্রী তার ইনস্টাগ্রাম আর্কাইভ থেকে চাহালের সঙ্গে পুরোনো ছবি আবার প্রকাশ্যে এনেছেন।
ফলে প্রশ্ন উঠছে, ধনশ্রী কি নতুন করে চাহালকে ফিরে পেতে চাচ্ছেন? এরপর আরও এক ইঙ্গিতপূর্ণ স্টোরিতে ধনশ্রী লেখেন, ‘মেয়েদের দোষ দেওয়া এখন ফ্যাশন।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
- বিষয় :
- যুজবেন্দ্র চাহাল