হ্যাটে ৮০৪ লেখায় পাকিস্তানি পেসারকে ১০ লাখ রুপি জরিমানা

পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ২১:২১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ | ২১:৪০
পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে ‘৮০৪’ লেখায় তাকে এই জরিমানা করা হয়েছে।
আমের অনুশীলনের সময় ব্যবহৃত হ্যাটে ‘৮০৪’ লিখেছিলেন। এটি পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই-এর নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েদি নম্বর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।
আমের অনুশীলন জার্সি পরিহিত অবস্থায় ওই হ্যাট পরেছিলেন। অনুশীলনটি আইসিসি স্বীকৃত কোন ম্যাচের আগের নয়। যে কারণে আইসিসির ধারায় তাকে সাজা দেওয়ার সুযোগ নেই। তবে পিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
পিসিবির আচরণবিধির ২.২৩ ধারা অনুযায়ী, কোন ক্রিকেটার বোর্ড, বোর্ডের কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠান, আইসিসি বা এর কর্মকর্তা ও পৃষ্ঠপোষক, খেলোয়াড়, আম্পায়ার এবং ম্যাচ রেফারিসহ ম্যাচ সম্পর্কিত কাউকে নিয়ে জনসাধারণে সমালোচনার জন্ম দেয় এমন কোন মন্তব্য বা বার্তা দিতে পারবে না।
ওই ধারার মূল বার্তা হলো- কোন ক্রিকেটার সংবেদনশীল, সাম্প্রদায়িক, বর্ণবাদী, ধর্মীয় গোমাড়িপূর্ণ বা রাজনৈতিক বক্তব্য বা বার্তা দিতে পারবেন না। যে কারণে আমেরকে জরিমানা করা হয়েছে। এর আগেও তিনি কারফিউ এবং কিছু নিয়ম ভেঙে জরিমানার শিকার হয়েছিলেন।