ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তাদের বলো, আমাদের যেন সম্মান করে: ডি পল 

তাদের বলো, আমাদের যেন সম্মান করে: ডি পল 

আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ১৪:২১

ম্যাচের আগে আর্জেন্টিনাকে খুব বাজে ভাষায় গালি দিয়েছিলেন রাফিনিয়া। তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মাফ করে দিয়েছেন রাফিনিয়াকে। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চয় ওমন কিছুর বলতে চাননি।    

তবে আর্জেন্টিনার ফুটবলাররা বার্সেলোনা তারকা রাফিনিয়াকে ক্ষমা করেছে বলে মনে হয় না। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেসরা তো বরং ৪-১ গোলের বড় জয় পাওয়ায় রাফিনিয়ার এক হাত নিয়েছেন। তাদের মতে, ম্যাচের আগে এভাবে অপমানজনক মন্তব্য করা মোটেও সমীচীন নয়। 

রদ্রিগো ডি পল ম্যাচ শেষে বলেন, ‘আমরা এভাবে কখনো কোন প্রতিপক্ষকে অসম্মান করিনি। অথচ গত কয়েক বছরে আমরা বারবার প্রতিপক্ষের দ্বারা অসম্মানিত হয়েছি। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা সবকিছু জিতেছি এবং এখনো সেই ধারা বজায় রেখে ভালো খেলে যাচ্ছি। ছয় বছর ধরে আমরাই বিশ্বের সেরা জাতীয় দল। তাদের বলো, আমাদের যেন সম্মান করে।’ 

পারদেস জানিয়েছেন, তারা ম্যাচের আগে আজেবাজে কথা বলেন না। যা বলার মাঠেই বলেন, ‘ম্যাচের আগে অবশ্যই আপনার অসম্মান করার অধিকার নেই। বিশেষ করে, যদি মাঠে খেলা দেখাতে না পারেন। রাফিনিয়া ওই বাজে মন্তব্য করার পর আমরা তা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। আমরা সব সময় আমাদের কথা মাঠেই বলি।’    

আরও পড়ুন

×