ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নটিংহ্যামের বিপক্ষে হারের পর যা বললেন আমোরিম

নটিংহ্যামের বিপক্ষে হারের পর যা বললেন আমোরিম

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫ | ১৫:২৭

ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি হতাশাজনক ফলের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে দলটি। ম্যাচ শেষে কোচ রুবেন আমোরিম স্বীকার করেছেন যে সমস্যার সমাধান করতে তার হাতে বেশি সময় নেই।

২০২৩-২৪ মৌসুমে এটি ইউনাইটেডের ১৪তম হার, যা তাদের লিগ টেবিলের ১৩তম স্থানে নামিয়ে দিয়েছে। সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্টনি অ্যালেঙ্গার একমাত্র গোলেই হারতে হয়েছে রেড ডেভিলদের।

হারের পর সংবাদ সম্মেলনে আমোরিম বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে খুব বেশি সময় পাওয়া যায় না। আমিও পাব না। আমাদের দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা ম্যাচের শুরুতেই গোল হজম করি, এরপর নটিংহ্যাম রক্ষণ সামলাতে আরও খেলোয়াড় নামিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আমাদের আক্রমণের গতি বাড়ানোর জন্য দ্রুত বিকল্প বের করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিলাম। কিন্তু শেষ দিকে সেভাবে প্রভাব রাখতে পারিনি।’

আরও পড়ুন

×