ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হোয়াইটওয়াশ হয়ে দর্শকদের মারতে গেলেন খুশদিল

হোয়াইটওয়াশ হয়ে দর্শকদের মারতে গেলেন খুশদিল

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ১৬:২০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ | ১৮:৪৫

নিউজিল্যান্ড সফর থেকে হতাশা নিয়েই ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হলো হোয়াইটওয়াশ। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি বিতর্কেও জড়ালেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে মাত্র ২২১ রানে। বাবর আজম খেলেন ৫৮ বলে ৫০ রানের ইনিংস। তবে মূল নাটক ঘটান কিউই পেসার বেন সিয়ার্স, যিনি মাত্র ৩৪ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। পাকিস্তান অলআউট হয়ে যায় ৪০ ওভারে। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দলের ব্যর্থতায় ক্ষুব্ধ কয়েকজন সমর্থক বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে খুশদিল শাহ ও গোটা দলের সমালোচনা শুরু করেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন খুশদিল। রাগের বশে তিনি সমর্থকদের দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এসে খুশদিলকে শান্ত করার চেষ্টা করেন। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পাননি খুশদিল। তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

আরও পড়ুন

×