ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ১৭:০০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ | ১৭:০১

জার্মান ফুটবলের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ বছরের অসাধারণ পথচলার ইতি টানছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। চলতি ২০২৪-২৫ মৌসুম শেষে শেষবারের মতো বায়ার্নের জার্সিতে মাঠে নামবেন এই জার্মান ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন মুলার নিজেই।

৩৫ বছর বয়সী মুলার শনিবার ‘এক্স’-এ দেওয়া পোস্টে বলেন, 'ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে যায় না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।'

২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে বায়ার্নে প্রতিভার বিচ্ছুরণ ঘটে মুলারের। ওই মৌসুমেই লুই ফন গালের অধীনে ক্লাবের মূল দলেও নিয়মিত হয়ে যান তিনি। এরপর থেকে গত দেড় যুগে বায়ার্নের পক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৭৪২ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল করেছেন ২৪৭টি। লম্বা এ সময়ে বায়ার্নের হয়ে ১২টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি জিতেছেন।

আরও পড়ুন

×