ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবাদতের বদলে তানজিমকে নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক লিপু 

এবাদতের বদলে তানজিমকে নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক লিপু 

প্রথমবার টেস্ট দলে পেসার তানজিম সাকিব। ছবি: ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১৮:১৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ১৮:১৮

চোট কাটিয়ে এবাদত হোসেন বিপিএলে শেষ ধাপে মাঠে ফিরে দারুণ বোলিং করেছিলেন। ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকাও রেখেছিলেন। এরপর সমকালকে এক সাক্ষাৎকারে ডানহাতি পেসার বলেছিলেন, জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত তাকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। ওই দলে নেই এবাদত। বরং প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম সাকিব। এবাদতকে রেখে তানজিমকে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিসিবির এক ভিডিও বার্তায় লিপু বলেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’ 

এবাদত সম্পর্কে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমরা এখনো এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কী অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন

×