ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইসিসির মাস সেরার তালিকায় আইয়ার-রাচিন

আইসিসির মাস সেরার তালিকায় আইয়ার-রাচিন

আইসিসির মে মাসের সেরার তালিকায ডাফি, আইয়ার ও রাচিন ((বাঁ থেকে)। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১৮:৪৪

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দুই ক্রিকেটার। 

তারা হলেন- চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। রানার্স আপ হওয়া দলের টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র। এছাড়া নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি আছেন তালিকায়। 

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ার ভারতের পক্ষে সর্বোচ্চ ১৭২ রান করেন। তিনি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৪৫ রান করেন। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান করেন।

রাচিনের ব্যাট আরও চওড়া ছিল। তিনি টুর্নামেন্টে দুই সেঞ্চুরি তুলে নেন। তবে মার্চে তিন ওয়ানডে খেলে ১৫১ রান করেন। বল হাতে নেন ৩ উইকেট। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকান এই ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার। 

অসাধারণ এক মার্চ কাটিয়েছেন জ্যাকব ডাফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি তিনি। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম ও চতুর্থ ম্যাচে তিনি যথাক্রমে ১৪ ও ২০ রান দিয়ে ৪টি করে উইকেট তুলে নেন। টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও দখল করেছেন তিনি।  

আরও পড়ুন

×