ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কবে শুরু পিএসএল, কোন দলের অধিনায়ক কে

কবে শুরু পিএসএল, কোন দলের অধিনায়ক কে

পিএসএল শুরু হতে যাচ্ছি। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ২১:৫৬

বিশ্বের সেরা ও অর্থের ঝনঝনানিপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল চলছে। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আগামী ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে এবারের পিএসএলের পর্দা উঠবে। 
পিএসএলে অংশ নিচ্ছে ছয় দল। এটি টুর্নামেন্টটির ১০ম আসর। 

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্ব দেবেন শাদাব খান। করাচি কিংস নেতৃত্বভার তুলে দিয়েছে আইপিএলে দল না পাওয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের কাঁধে। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।  

জাতীয় দলের নেতৃত্ব হারালেও পেশোয়ার জালমি অধিনায়ক হিসেবে বাবর আজমে ভরসা রেখেছে। সাদা বলে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নেতৃত্ব দেবেন মুলতান সুলতানসের। কোয়েটা গ্লাডিয়েটরের নেতৃত্বভার সূদ শাকিলের কাঁধে।

এবারের বিপিএলে বাংলাদেশের তিন ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন- লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এর মধ্যে রিশাদ লাহোর ও লিটন করাচিতে শুরু থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন। তবে নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল শুরু হওয়া প্রথম টেস্ট খেলে পেশোয়ারে যোগ দেবেন। 

আরও পড়ুন

×