ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রনজিত দাসের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠান

রনজিত দাসের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠান

‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’–এর প্রকাশনা অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ২০:১৬

একসময়ের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’–এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হলো সিলেটে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় লেখকের নিজ বাসভবন করেরপাড়ার কমলাকান্ত ভবনে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক স্মৃতিময় মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন পাক্ষিক ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ।  

গ্রন্থ প্রকাশ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে স্মৃতিচারণ ও প্রশংসা করেন প্রাক্তন খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, প্রাক্তন খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু ও রতন মজুমদার, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নুসহ আরও অনেকে।

পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনজিত দাসের সহধর্মিণী রেখা দাস, সন্তান রীমা দাস, রূপা দাস, রাজীব দাস এবং জামাতা নির্মল কান্তি তালুকদার ও কাজলকান্তি দাস।

আরও পড়ুন

×