এবার ইনজুরিতে কতদিনের জন্য ছিটকে গেলেন নেইমার?

নতুন ইনজুরিতে ব্রাজিলের নেইমার জুনিয়র। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ১৯:০৭
ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরি লেগে আছে তার। আল হিলালে যোগ দেওয়ার পর দেড় বছর ইনজুরিতে বরবাদ হয়েছে সেলেসাও তারকার। ব্রাজিলের জার্সিতে ফেরায় আশায় আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন তিনি।
কিন্তু শৈশবের ক্লাবেও ইনজুরিতে জর্জরিত সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। গত ৩১ জানুয়ারি নেইমারের সান্তোসে ফেরার খবর নিশ্চিত হয়। পরের আড়াই মাসে তিনবার ইনজুরিতে পড়েছেন তিনি। প্রথম দু’বার ছোট ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফিরলেও এবারের ইনজুরিতে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারের।
নেইমার অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তখনই মনে হচ্ছিল, তার ইনজুরি গুরুতর। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, নেইমার ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
এর আগে ইনজুরিতে পড়া নেইমারের ম্যাচ খেলার ফিটনেস ও ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত ফিট না হয়ে নেইমার ম্যাচ খেলতে নেমে যান। এছাড়া ইনজুরির সময়ে অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন তিনি। যে কারণে ইনজুরি তার পিছু ছাড়ছে না বলেও অভিযোগ করা হয়।
নেইমার সান্তোসে ফেরায় ভক্তরা তাকে বাহবা দিয়েছিলেন। জাতীয় দলে খেলার পরিকল্পনায় সান্তোসে ম্যাচ খেলতে চাওয়ার বিষয়টিকে ইতিবাচক বলা হচ্ছিল। কিন্তু একের পর এক নেইমার ইনজুরিতে পড়ায় এবার তাই অবসর চাইছেন ব্রাজিলের ভক্তরাই। তার অবসরের সময় হয়ে গেছে সোস্যাল মাধ্যমে পোস্ট করেছেন ভক্তরা।
- বিষয় :
- নেইমার জুনিয়র