ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞা পিছিয়ে মাঠে নেমে ৩৭ রান করলেন হৃদয়

নিষেধাজ্ঞা পিছিয়ে মাঠে নেমে ৩৭ রান করলেন হৃদয়

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৭:৫০

জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের পারফরম্যান্স ভালো হয়নি। সিলেটে প্রথম টেস্ট হেরে সমালোচনার মুখে ক্রিকেটাররা। এই সময়ে জাতীয় দলের বাজে পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ক্রিকেট গত কয়েকদিন নতুন নতুন নাটক মঞ্চস্থ করেছে বিসিবি। যার শুরুটা হয়েছিল ডিপিএলে তাওহিদ হৃদয়ের কাণ্ড দিয়ে। আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা, এরপর শাস্তি এবং তা নিয়ে নানা টানাপোড়েন যেন ছাপিয়ে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজকেও, যেখানে সিলেটে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।

শাস্তি এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামেন হৃদয়। তবে আলোচনার কেন্দ্রে থাকা এই ব্যাটার খুব বেশি অবদান রাখতে পারেননি। তিনটি চারে ৫৪ বল খেলে ৩৭ রান করে ওয়াসি সিদ্দীকের বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। হৃদয়ের আউটের সময় মোহামেডানকে জয় পেতে প্রয়োজন ছিল আরও ৯১ রান, হাতে ছিল ১৮ ওভার। গাজী গ্রুপের ২৩৭ রানের জবাবে ৩২ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান করেছিল মোহামেডান। হৃদয়ের বিদায়ের পর দ্রুতই আরিফুল ফিরলেও মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনের ব্যাটে জয় পেতে বেশি বেগ পেতে হয়নি মোহামেডানের।

তাওহিদ হৃদয়ের শাস্তির শুরু মোহামেডান-আবাহনী ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে বিতণ্ডা থেকে। প্রথমে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে, পরে সংবাদ সম্মেলনে মন্তব্য করায় আরও এক ম্যাচ বাড়ানো হয় শাস্তি।

তবে মোহামেডানের চাপে বিসিবির আম্পায়ার্স বিভাগ সেই শাস্তি কমিয়ে এক ম্যাচ করে। এরপরও শাস্তি পুরোপুরি তুলে নেওয়ার দাবিতে তামিম ইকবালের নেতৃত্বে কয়েকজন ক্রিকেটার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন। সেখানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমানও উপস্থিত ছিলেন।

প্রথমে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি হৃদয়ের শাস্তি পুনর্বহাল করতে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ক্রিকেটারদের চাপে বিসিবি সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হৃদয় বাকি এক ম্যাচের বহিষ্কারাদেশ আগামী বছরের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ভোগ করবেন। ফলে এই মৌসুমের বাকি দুটি ম্যাচেই খেলতে পারছেন তিনি।

আরও পড়ুন

×