ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাসুমের দুর্দান্ত ফিনিশিংয়ে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখল মোহামেডান

নাসুমের দুর্দান্ত ফিনিশিংয়ে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখল মোহামেডান

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৮:২৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ১৮:২৪

বিকেএসপিতে আবাহনীর জয়, সঙ্গে নিজেদের ম্যাচের চাপ—সব মিলিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ছিল এক কঠিন দিন। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। শেষ দুই ওভারে ২৩ রান দরকার ছিল মোহামেডানের, সেই কঠিন সমীকরণ মিলিয়ে দেন নাসুম আহমেদ। তার ঝোড়ো ক্যামিওতে (১৩ বলে ২১ রান) শেষ বলে জয় নিশ্চিত করে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে মোহামেডান।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করা গাজী গ্রুপ ২৩৬ রানে অলআউট হয়। জবাবে ২৩৭ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় মোহামেডান। দ্বিতীয় ওভারেই আনিসুল ইসলাম ইমন এবং কিছুক্ষণ পর তৌফিক খান তুষার ফেরেন। এরপর রনি তালুকদার ও অধিনায়ক তাওহিদ হৃদয় গড়ে তোলেন ধীরগতির ৭৫ রানের জুটি।

রনি করেন ৮৩ বলে ৫৫ রান, আর হৃদয় করেন ৫৪ বলে ৩৭ রান। দুজনের বিদায়ের পর আউট হয়ে যান আরিফুল ইসলামও। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে রানরেটের চাপের কাছে তারা প্রত্যাশা মেটাতে পারছিলেন না। মাহমুদউল্লাহ ৪৯ রানে ফিরলে মাঠে নামেন নাসুম আহমেদ। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।

শেষ ওভারে পারভেজ হোসেন জীবনের প্রথম দুই বলে এক রান আসে, পরের তিন বলে নাসুম একটি ছক্কা ও চার হাঁকিয়ে কাজটা সহজ করে ফেলেন। শেষ বলে এক রান নিয়ে মোহামেডানকে জয় এনে দেন নাসুম। অপরপ্রান্তে সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৫৫ বলে ৩০ রানে।

এর আগে ব্যাট হাতে গাজী গ্রুপের মুনিম শাহরিয়ার ৮০ রানের দারুণ ইনিংস খেলেন। তবে তার আউটের পর দ্রুত উইকেট হারায় দলটি। শেষদিকে তাহজিবুল ইসলাম (৩২) ও পারভেজ জীবন (৩৩) কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় স্কোর বড় হয়নি। মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন তিনটি করে উইকেট।

এই জয়ের ফলে সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার আবাহনী–মোহামেডান ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

আরও পড়ুন

×