ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাক-ভারত উত্তেজনার মধ্যে রিজওয়ান বললেন, ‘আমি জানি না কী হচ্ছে’

পাক-ভারত উত্তেজনার মধ্যে রিজওয়ান বললেন, ‘আমি জানি না কী হচ্ছে’

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫ | ২১:০৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি ক্রীড়া তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের ওপর নজরদারি বাড়িয়েছে ভারত। ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়ে ভারতের ভেতরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সরকারি আইনি অনুরোধের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জানালেন, ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। রিজওয়ান বলেন, ‘ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। আমি জানি না পাকিস্তান ও ভারতের মধ্যে কী হচ্ছে—আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না।’

পিএসএলে মুলতান সুলতানসের নেতৃত্ব দেওয়া রিজওয়ান আরও বলেন, ‘আমরা যখন কোহলি বা জো রুটের মতো খেলোয়াড়দের সঙ্গে দেখা করি, তখন সবাই একটি ক্রিকেট পরিবার হিসেবেই আলাপ করি। তারা আমাদের কাছ থেকে শেখে, আমরাও তাদের কাছ থেকে শিখি।’

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়্যেবার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। এই ঘটনার পর পাকিস্তানি খেলোয়াড়দের ভারতে সামাজিক মাধ্যমে কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

এর আগে পাকিস্তানের জ্যাভলিন থ্রো তারকা আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে সীমিত করা হয়। প্যারিস অলিম্পিক সামনে রেখে প্রস্তুতির কারণে বেঙ্গালুরুতে ‘এনসি ক্লাসিক’ প্রতিযোগিতায় অংশ নিতে না পারলেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় তারকা নীরাজ চোপড়া।

এছাড়া শোয়েব আখতার, শহীদ আফ্রিদি এবং বাসিত আলীর মতো সাবেক ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলও ভারতে সীমিত করা হয়েছে। ভারত সরকারের বক্তব্য, এসব চ্যানেল থেকে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও ভারতের সশস্ত্র বাহিনী সম্পর্কে অপপ্রচারমূলক’ কনটেন্ট ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন

×