ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহ্যাম, কবে ও কোথায়

ইউরোপা লিগের ফাইনালের লড়াইয়ে ম্যানইউর গোল উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১০:২১
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাথলেটিকো বিলবাওকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪-১ গোলে হারিয়েছে রেড ডেলিভসরা। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের জয়ে ফাইনালে উঠেছে রুবেন আমোরিমের দল।
অন্য সেমিফাইনালে দুই লেগে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিম্টকে হারিয়ে ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের অন্য দল টটেনহ্যাম। বৃহস্পতিবার রাতে বোদোর মাঠে ২-০ গোলে জিতেছে স্পার্সরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের দলটি।
ওল্ড ট্রাফোর্ডে রাতের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। বিলবাও ওই লিড হারায় ম্যাচের ৭২ মিনিটে। দলকে সমতায় ফেরান ম্যাসন মাউন্ট। বাকি সময়ে আরও তিন গোল হজম করে স্প্যানিশ ক্লাবটি। ৮০ মিনিটে গোল করেন কাসেমিরো, ৮৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন হোয়লুন্ড। যোগ করা সময়ে নিজের নামে জোড়া গোল তোলেন মাউন্ট।
অন্য সেমিফাইনালে প্রথমার্ধে গোল শূন্য সমতা দেখা যায়। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্পার্টরা। এর মধ্যে ৬৩ মিনিটে প্রথম গোল করেন সোলাঙ্কে। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও পিএসজি। ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানইউ ও টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩১ মে রাতে মিউনিখে মাঠে গড়াবে। ইউরোপা লিগের ফাইনাল হবে একদিন পরে সান মেমেছে অর্থাৎ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে। ইউরোপা লিগের জয়ী দল জায়গা পাবে আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপার ফাইনালের দুই দলই প্রিমিয়ার লিগের হওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের ছয় দল অংশ নেবে।
- বিষয় :
- ইউরোপা লিগ
- ম্যানচেস্টার ইউনাইটেড