ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘সিদ্ধান্ত আমার বউ নেবে’, বার্সার চুক্তি নবায়নের প্রস্তাবে সেজনি 

‘সিদ্ধান্ত আমার বউ নেবে’, বার্সার চুক্তি নবায়নের প্রস্তাবে সেজনি 

স্ত্রী মারিয়া লুকজেঙ্গোর সঙ্গে সেজনি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ১৩ মে ২০২৫ | ১৯:৩৩

পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দুই বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ওই প্রস্তাব বিবেচনা করছেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তার স্ত্রীর বলে মন্তব্য করেছেন তিনি।

চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে সেজনি বলেন, ‘আমাকে বেশ কিছুদিন ধরেই চুক্তি নবায়নের কথা বলা হচ্ছে। তবে আমাকে পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো।

২০১৬ সালে সেজনি ও মারিয়া বিয়ে করেন। ছবি: ফাইল

পূর্বে (অবসর ভেঙে বার্সায় যোগ দেওয়া প্রসঙ্গে) আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেজন্য আমি আমার স্ত্রীর কাছে ঋণী। তবে এবার এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। আমার পরিবারের অধিকাংশ সিদ্ধান্ত আমার স্ত্রী নেয় এবং এতে আমি মোটেও লজ্জিত নই।’

সেজনি ২০০৯ সালে আর্সেনালের গোলরক্ষক হিসেবে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। আর্সেনালের আট মৌসুমের মধ্যে তিন মৌসুম ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে ছিলেন তিনি। ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দিয়ে ২০২৪ মৌসুম শেষে সব ধরনের ফুটবল থেকে বিদায় নেন।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে সেজনি। ছবি: ফাইল

কিন্তু ২০২৪-২৫ মৌসুম শুরু হওয়ার কিছুদিন পরই বার্সার প্রথম পছন্দের গোলরক্ষক টের স্টেগান ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম থেকে ছিটকে যান। তখন বার্সা ফ্রি এজেন্টে থাকা সেজনিকে অবসর ভেঙে বার্সা ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। রাজিও হন তিনি। যে চুক্তি চলতি মৌসুমেই শেষ।

অবসর ভেঙে বার্সায় যোগ দিয়ে দারুণ সময় কাটিয়েছেন অভিজ্ঞ সেজনি। বার্সার হয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন। লা লিগা শিরোপা জয়ের পথে আছেন। বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতেও অবদান রাখেন তিনি।

সেজনির পপ স্টার স্ত্রী মারিয়া। ছবি: ফাইলসেজনি ২০১৬ সালে প্রেমিকা মারিয়া লুকজেঙ্গোকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। মারিয়া পোল্যান্ডের জনপ্রিয় একজন পপস্টার।২০১০ সালে মারিয়া ‘গ্লাম পপ’ গান নিয়ে পপ জগতে এসেই এস্কা মিউজিক এওয়ার্ড জেতেন।

আরও পড়ুন

×