ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘২৬ মে নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে’, ব্রাজিলের দায়িত্ব প্রসঙ্গে আনচেলত্তি

‘২৬ মে নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে’, ব্রাজিলের দায়িত্ব প্রসঙ্গে আনচেলত্তি

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ১৮:১৮ | আপডেট: ১৩ মে ২০২৫ | ১৮:৪০

ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। রিয়াল মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ডন কার্লোও ঘোষণা দিয়েছেন, ২৬ মে থেকে ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। 

ইতালিয়ান কোচ আনচেলত্তি জানিয়েছেন, ২৬ মে থেকে তার নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। তবে এখনো তিনি রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ পর্যন্ত ভালো করার দিকেই মনোযোগ দিচ্ছেন। এছাড়া তার মাদ্রিদ ছাড়ার বিবৃতি ক্লাব তাদের ইচ্ছে মতো দেবে বলেও উল্লেখ করেছেন ৬৫ বছর বয়সী কার্লো আনচেলত্তি। 

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব শুরু করছি। এ বিষয়ে আজ আমি কথা বলতাম না। তবে সিবিএফ বিবৃতি দিয়ে দেওয়ায় আমাকে কথা বলতে হচ্ছে। চুক্তি চূড়ান্ত হয়ে গেছে।

তবে আজ আমি রিয়াল মাদ্রিদের কোচ। আমি এই যাত্রা সর্বোত্তম সেরাভাবে শেষ করতে চাই। কারণ এখানে যে সময় আমি রেখে যাচ্ছি, তা আমাকে স্মরণ করতে হবে। এই ক্লাব, খেলোয়াড়, ভক্তদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। আমার মনোযোগ এখনো এই অসাধারণ যাত্রার শেষ ম্যাচে।’

ফুটবলকে জীবনের মতো মনে করেন সাবেক এসি মিলান, জুভেন্টাস, চেলসি, বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এটা দুঃসাহসিক এক অভিযাত্রা। যার শুরুর মতো শেষও আছে, ‘ফুটবল জীবনের মতো, যে যাত্রায় শুরুর মতো শেষও আছে। যা ২৫ মে শেষ হতে চলেছে। জীবনের অনেক কিছুর যেমন শেষ লেখা হয়। এখানে দারুণ সময় কেটেছে, যা শেষ করতে চলেছি।

আগামী ২৬ মে থেকে নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। এই ক্লাবের সঙ্গে আমার কখনো কোন ঝামেলা ছিল না, সামনেও আশা করি হবে না। এটা এমনই এক ক্লাব যা হৃদয়ের খুব কাছে থাকবে। একদিন এই যাত্রা শেষ হতোই, যা চার বছর পর শেষ হচ্ছে এবং এই যাত্রায় আমরা অনেকগুলো শিরোপা জিতেছি।’ 

রিয়াল মাদ্রিদের ঘোষণা দেওয়া প্রসঙ্গে ডন কার্লো বলেন, ‘অন্যরা যেভাবে চায় সেভাবে তার প্রতিক্রিয়া দেবে। রিয়াল মাদ্রিদ তাদের সময় মতো বিবৃতি দেবে। এ নিয়ে কোন সংকট নেই। আমি জানি না, তারা এটি কখন দেবে। তারা যখন উপযুক্ত সময় মনে করবে, তখনই এটা দেবে। এর বেশি কিছু বলার নেই।’

আরও পড়ুন

×