ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইপিএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মুস্তাফিজ

আইপিএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মুস্তাফিজ

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫ | ১৭:৩১

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৬ মে) এক বিবৃতিতে তার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে রাউন্ড রবিন পর্বে বাকি আছে মাত্র ৩টি ম্যাচ। এই তিন ম্যাচেই খেলার জন্য এনওসি চেয়েছিলেন মুস্তাফিজ। বিসিবি অনুমতি দিয়েছে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য।

তবে শর্ত সাপেক্ষে এনওসি মিলেছে এই বাঁহাতি পেসারের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলতে হবে তাকে। ১৭ মে সেই ম্যাচ খেলেই পরদিন ভারতে পাড়ি দিতে হবে মুস্তাফিজকে। যদিও ১৭ তারিখের ম্যাচ খেলে ১৮ তারিখেই দিল্লির হয়ে মাঠে নামা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ওই ম্যাচ খেলতে না পারলেও ২১ ও ২৪ মে দিল্লির দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন তিনি। দলটি বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে শেষ তিন ম্যাচের অন্তত দুটি জিততেই হবে তাদের।

এবারের আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি মুস্তাফিজ। গত বছরের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাকে রিটেইন করেনি। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে আইপিএল। দিল্লির অনেক খেলোয়াড়ই নাকি এখনও ক্যাম্পে যোগ দেয়নি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক গার্কের বদলি হিসেবে দিল্লিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।
 
এবারের আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। তবে এর পুরো অর্থটা তিনি পাবেন না। ম্যাচ অনুপাতে টাকা পাবেন। দিল্লি ক্যাপিটালসে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের।

আরও পড়ুন

×