আইপিএল ও পিএসএলে সাকিব-মুস্তাফিজদের ম্যাচ কবে কখন

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১২:৫২
ভারত-পাকিস্তান উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকলেও আবারও শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই দুই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষ ভাগে নতুন করে যুক্ত হচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চলতি সপ্তাহেই তাদের দেখা যেতে পারে মাঠে।
দীর্ঘদিন ধরে বোলিং নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান সম্প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে লাহোরের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। আগামীকাল, ১৮ মে বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। এটি কার্যত তাদের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জয় পেলে তারা যাবে প্লে-অফে, আর হারলে বিদায়। যদি লাহোর প্লে-অফে উঠতে না পারে তাহলে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র এই একটি ম্যাচেই
এদিকে আইপিএলেও গ্রুপ পর্বের শেষ ধাপে রয়েছে মুস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন বাঁহাতি এই পেসার। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মুস্তাফিজ।
মুস্তাফিজকে প্রথম দেখা যেতে পারে ১৮ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে। এরপর দিল্লি ২১ মে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে তার ছাড়পত্রের মেয়াদ ২৪ মে পর্যন্তই, তাই প্লে-অফে দিল্লি উঠলেও সেখানে খেলতে পারবেন না মুস্তাফিজ। তবে দিল্লি চাইলে বিসিবি হয়তো ছাড়পত্রের মেয়াদ বাড়াতেও পারে।
- বিষয় :
- সাকিব আল হাসান
- মুস্তাফিজুর রহমান
- আইপিএল
- পিএসএল