ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের একাদশে সাকিব-রিশাদ

ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের একাদশে সাকিব-রিশাদ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২০:৪৯

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসরের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ফাইনালের টিকিট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সুযোগ পেয়েছেন লাহোরের একাদশে।

চট্টগ্রামের মতো ব্যাটিং সহায়ক কন্ডিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামান খান, তার জায়গায় সুযোগ পেয়েছেন রিশাদ।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজকে আজও রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে। ফলে একাদশে থাকা তিন বাংলাদেশির মধ্যে মাঠে নামার সুযোগ পেলেন দুজন।

ইসলামাবাদ ইউনাইটেড তাদের দলে এনেছে তিনটি পরিবর্তন। হায়দার আলী, টিমাল মিলস ও মোহাম্মদ শাহজাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন গাজী ঘরি, অ্যালেক্স হেলস ও বেন ডুয়ারশুইস।

লাহোর কালান্দার্স: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সাকিব আল হাসান, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, সালমান মির্জা, হারিস রউফ।

ইসলামাবাদ ইউনাইটেড: সাহিবজাদা ফারহান, মোহাম্মদ শাহজাদ, রাসি ফন ডার ডুসেন, সালমান আঘা, শাদাব খান (অধিনায়ক), জেমস নিশাম, ইমাদ ওয়াসিম, টিমাল মিলস, নাসিম শাহ, হায়দার আলী, সালমান ইরশাদ।

আরও পড়ুন

×