ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্ত্রীসহ নৌকাডুবি, প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলির ভাই 

স্ত্রীসহ নৌকাডুবি, প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলির ভাই 

স্নেহাশিস ও অর্পিতা। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৬:৫৯ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১৬:৫৯

কদিন আগে পুনেতে ভয়াবহ এক নৌকাডুবির কবলে পড়েন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি ও তার স্ত্রী অর্পিতা গাঙ্গুলি। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় তাদের। 

সৌরভ গাঙ্গুলির বড় ভাইও একজন ক্রীড়া সংগঠক। তিনি বেঙ্গলের হয়ে ক্রিকেট খেলেছেন এবং বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ভ্রমণে গিয়ে পুনের সৈকতে তাদের নৌকা ডুবে যায়। তারা দু’জনই বর্তমানে কলকাতা আছেন। 

ওই নৌকাডুবির বর্ণনা দিয়ে স্নেহাশিষ বলেন, ‘জীবন সংকটাপন্ন দুর্ঘটনা ছিল। আমাদের নৌকা ডুবে গিয়েছিল এবং আমাদের স্থানীয় কিছু লোক ও জেলেরা উদ্ধার করেন। ভগবান  জগন্নাথকে ধন্যবাদ। এটা অনেকটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো।’ 

৫৭ বছরের স্নেহাশিষ গত বছরের আগস্টে অর্পিতাকে বিয়ে করেছেন। তারা নাকি অনেক দিন প্রেমও করেছেন। আগের স্ত্রী মোমের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে স্নেহাশিষের। মোম তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন।  

আরও পড়ুন

×