অবসর প্রসঙ্গে রহস্যময় ধোনি

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১০:৪৫ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১১:১০
মহেন্দ্র সিং ধোনি কি খেলবেন পরের আসর? বয়স তখন বেড়ে দাঁড়াবে পঁয়তাল্লিশ ছুঁইছুঁই। ওই বয়সে কি বাইশ-তেইশের সঙ্গে টক্কর দেওয়া সম্ভব ধোনির?
প্রশ্নগুলো এভাবে সরাসরি কেউ করেনি তাঁকে। তবে রোববার গুজরাটের সঙ্গে চেন্নাইয়ের শেষ ম্যাচটি জেতার পর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল পরের মৌসুমে খেলবেন কিনা? উত্তরে রহস্যময় ধোনি। ‘আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য চার-পাঁচ মাস হাতে রয়েছে। তারপরই না হয় ঠিক করব। আমি এটি বলছি না যে সম্ভাবনা শেষ, আবার এটিও বলছি না যে ফিরে আসবই।’
এই মৌসুমে তিনি ১৪ ম্যাচে ১৯৬ রান করেছেন ধোনি ১৩৫.১৭ স্ট্রাইকরেট নিয়ে। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ধোনির এ পারফরম্যান্স যথেষ্ট ছিল না। এবার তাঁর দল চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকায় সবার চেয়ে নিচে থেকে আইপিএল শেষ করেছে; যা কিনা তাদের ১৬ বারের ইতিহাসে সবচেয়ে বাজে রেকর্ড।
- বিষয় :
- মহেন্দ্র সিং ধোনি