ইয়ামালের দর হাঁকাল বার্সা, তরুণ প্রতিভার মূল্য কত?

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৮:৩৬
মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। এমন প্রতিভাবান ফুটবলারকে হারানোর ঝুঁকি নিতে চায়নি কাতালান ক্লাবটি। তাই আগেভাগেই ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে সম্পন্ন হওয়া এ চুক্তির রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৮৫১ কোটি টাকা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, নতুন চুক্তিতে ইয়ামালের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। সঙ্গে থাকছে পারফরম্যান্স বোনাসও।
মাত্র ৭ বছর বয়সে বার্সা একাডেমিতে যোগ দিয়েছিলেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সেই মূল দলে অভিষেক ঘটে তার। আর ২০২৪-২৫ মৌসুমে রাফিনিয়া ও লেভান্ডোভস্কিকে নিয়ে গড়ে তোলেন বিধ্বংসী আক্রমণত্রয়ী। এ মৌসুমে বার্সাকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে রেখেছেন বড় অবদান। ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও করিয়েছেন ২৫টি।
ফুটবল মাঠে সবকিছুতেই নজর কেড়েছেন ইয়ামাল। লা লিগায় সবচেয়ে বেশি ১৬১টি সফল ড্রিবল ও ৫৬টি বড় সুযোগ তৈরি করেছেন এই তরুণ। অনেকেই তাকে আসন্ন ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হিসেবেও ভাবছেন।
বর্তমানে ১৭ বছর বয়স হলেও আগামী ১৩ জুলাই প্রাপ্তবয়স্ক হবেন ইয়ামাল। সে কারণেই ২০২৩ সালে বার্সা তার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করেছিল। এবার বয়স ১৮ হতে না হতেই আরও দীর্ঘ মেয়াদি চুক্তি করে নিলো কাতালানরা।
শোনা যাচ্ছে, পরবর্তী মৌসুমে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও উঠতে পারে ইয়ামালের গায়ে। এখন শুধু সময়ের অপেক্ষা—এই বিস্ময়বালক কতটা উঁচুতে পৌঁছান।
- বিষয় :
- লামিন ইয়ামাল
- বার্সেলোনা