ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চার দলের ২০২৯ ক্লাব বিশ্বকাপ নিশ্চিত 

চার দলের ২০২৯ ক্লাব বিশ্বকাপ নিশ্চিত 

ক্লাব বিশ্বকাপের শিরোপা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২২:৪৪

পিএসজি ও ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দিয়ে ইউরোপের লিগ মৌসুমে শেষ হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আছেন খেলোয়াড়রা। এরপরই ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে ১৪ জুন থেকে শুরু হবে ফিফার ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা।

বিশ্বকাপের মতো করে বিশ্বের বিভিন্ন মহাদেশের সেরা দলগুলো অংশ নেবে এই ক্লাব টুর্নামেন্টে। এক মাসের টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে। চলতি বছরের ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ২০২৯ আসরে জায়গা নিশ্চিত করে ফেলেছে চার দল।

এর মধ্যে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি সরাসরি পরবর্তী ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। একইভাবে ২০২৭ ও ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ২০২৯ সালে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের টিকিট হাতে পাবে।

এশিয়া অঞ্চল থেকে ক্লাব বিশ্বকাপের টিকিট পেয়েছে আল আহলি। সৌদি আরবের ক্লাবটি সদ্য শেষ হওয়া এশিয়ান ফুটবলের মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আফ্রিকা অঞ্চল থেকে ওই সুযোগ পেয়েছে গেছে মিশরের পিরামিডস। তারা কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অব আফ্রিকা’র চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে জায়গা পাওয়া অন্য দলটি হচ্ছে মেক্সিকোর ক্রুজ আজুল। তারা কনকাকাফ চ্যাম্পিয়ন হয়ে ফিফার টুর্নামেন্টে জায়গা পেয়েছে। ক্রুজ আজুল সোমবার কনকাফের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যানকোভার হোয়াইটক্যাপসকে ৫-০ গোলে হারিয়ে মরক্কোয় অনুষ্ঠেয় ২০২৯ সালের আসরের টিকিট হাতে পেয়েছে। 

আরও পড়ুন

×