ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রথমার্ধে লিডে কলম্বিয়া, গোল বাতিলের হতাশা আর্জেন্টিনার

প্রথমার্ধে লিডে কলম্বিয়া, গোল বাতিলের হতাশা আর্জেন্টিনার

ছবি- রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ০৭:১১ | আপডেট: ১১ জুন ২০২৫ | ০৭:১৬

দীর্ঘদিন পর ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে নেমেছেন আর্জেন্টিনার ‘ফুটবল রাজা’ লিওনেল মেসি। তাকে দেখে সমর্থকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে সেই প্রত্যাশায় এখন পর্যন্ত জল ঢেলেছে কলম্বিয়া। একক প্রচেষ্টায় লুইস দিয়াজের গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে কলম্বিয়া।

ম্যাচের শুরুতে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে চালায়। চতুর্থ মিনিটেই গোলের সম্ভাবনা জাগান মেসি। ফ্রি-কিক থেকে কলম্বিয়ার ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে আবার আক্রমণে ফেরেন এনজো। তিনি মেসিকে বল বাড়ান, কিন্তু মেসির বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

১৬ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল কলম্বিয়াও। হামেস রদ্রিগেজের থ্রু পাস ধরে বক্সে ঢুকে শট নেন মাচাদো, তবে গোলপোস্টের বাইরে দিয়ে যায় বল। ২২ মিনিটে আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। বক্সের বাইরে থেকে আলভারেজের নেওয়া শট ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক।

অবশেষে ২৪ মিনিটে খেলা জমিয়ে দেন লুইস দিয়াজ। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে একের পর এক তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্তভাবে গোলটি করেন তিনি। এমিলিয়ানো মার্টিনেজ কোনোভাবেই রুখে দিতে পারেননি এই গোল। ৩০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। প্রথম শটটি ঠেকালেও এনজো ফার্নান্দেজের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

৩৯ মিনিটে আবারও গোলের কাছাকাছি গিয়েছিল স্বাগতিকরা। আলভারেজের সামনে ছিল পরিষ্কার সুযোগ, কিন্তু সানচেজ সময় মতো ব্লক করে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে কলম্বিয়া। যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন স্কালোনির শিষ্যদের সামনে।

আরও পড়ুন

×