ফুটবল দলকে ধন্যবাদ জানাল সেনাবাহিনী

ম্যাচ শেষে দুই দলের সৌহার্দ্য বিনিময়। ছবি: সমকাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২০:১২ | আপডেট: ১১ জুন ২০২৫ | ২০:১২
সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে জাতীয় স্টেডিয়ামে আলো কেড়েছিলেন হামজা চৌধুরী, শমিত সোমরা।
দেশের জন্য তাদের হৃদয় নিঙড়ে লড়াই করে যাওয়ার মানসিকতা মুগ্ধ করেছে অনেককে। প্রথমার্ধের শেষ সময়ে ১-০ গোলে এবং দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর কামব্যাক করে সমতা নিয়ে মাঠ ছাড়ার ভালো সুযোগ তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এমনকি শুরু থেকে গোল করার সুযোগ মিস না করলে বাংলাদেশ দলই ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে লিডে থাকতে পারত। ভালো খেলা উপহার দিয়ে ফুটবলে নতুন দিনের বার্তা দেওয়া ওই বাংলাদেশ দলকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ আর্মি নামের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘ভালো খেলা উপহার দেয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের নৈপুণ্য গর্বিত করেছে পুরো জাতিকে। সামনে আরও উজ্জ্বল হোক তোমাদের পথচলা। তোমাদের অগ্রযাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সকল প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ।’
- বিষয় :
- এএফসি