ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'মাছির মতো তাড়ানো হয়েছে রাহানেকে'

'মাছির মতো তাড়ানো হয়েছে রাহানেকে'

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৪:৩৬

সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপেও ভারতের চার নম্বর পজিশন ছিল অমিমাংসিত। তার জন্য ভারতকে মূল্যও দিতে হয়েছে। এখন অবশ্য শ্রেয়াস আয়ার-রাহুল ওখানে ভালো করছেন। তার আগে ওই জায়গায় ভালো করছিলেন আজিঙ্কা রাহানে। তাকে কোন কারণ ছাড়াই ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া বিষয়টিকে মাছি তাড়ানোর সঙ্গে তুলনা করেছেন।

আকাশ চোপড়ার মতে, যেভাবে দুধ থেকে মাছি তাড়ানো হয়, ঠিক সেভাবে ওয়ানডে ফরম্যাট থেকে সরানো হয়েছে রাহানেকে। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর ওয়ানডে ক্রিকেটে ভারতের জার্সিতে দেখা যায়নি রাহানেকে। চারে নেমে ২৫ ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮৪৩ রান তার। ২০১৫ সালের পরে গড়টা আরও ভালো।

এ নিয়ে ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, 'চার নম্বরে রাহানের রেকর্ড ভালো। ওই পজিশনে ধারাবাহিক রান, স্ট্রাইক রেট  ৯৪'র আশেপাশে থাকলে তাকে কেন সুযোগ দেওয়া হবে না? হঠাৎই দল থেকে বাদ দেওয়া হয়েছিল রাহানেকে। অনেকটা যেভাবে দুধের ওপর থেকে মাছি তাড়ানো হয়! আমার মতে, ওর প্রতি সুবিচার হয়নি।'

ক্রিকেট ধারাভাষ্যকার চোপড়ার মতে, 'ভারত যদি ইংল্যান্ডের মতো  প্রতি ম্যাচে ৩৫০ এর কথা ভাবত, তবে ভিন্ন কথা ছিল। কিন্তু আমরা  এখনও ইনিংস গড়ে খেলার কথা ভাবি। যাতে দল ৩২৫ রান পায়। সেই হিসেবে আজিঙ্ক রাহানে দলে ফিট। ওর প্রতি অবিচার হয়েছে। কারণ ভালো খেলা অবস্থায় ওকে বাদ দেওয়া হয়েছে।'

আরও পড়ুন

×