ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে আটকা ইন্টার মিলান তারকা

ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে আটকা ইন্টার মিলান তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১৬:৪৭

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল জগতেও। বর্তমানে ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানেরে ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। এতে ফিফা ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ইসরায়েলি বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করেছে ‘ট্রু প্রমিজ ৩’ নামের সামরিক অভিযান। এই টানটান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান থেকে বের হতে পারছেন না তারেমি।

ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সম্প্রতি দেশে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। দেশের দায়িত্ব শেষ করে শনিবার লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু ইসরায়েলি হামলার জেরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর বন্ধ থাকায় তার নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, 'তারেমি নিরাপদে আছেন এবং আমরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে স্থলপথে সরিয়ে আনার ঝুঁকি নিতে চাই না।'

এদিকে রোববার বাংলাদেশ সময় সকালেই মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল আহলির ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। ইন্টার মিলানের প্রথম ম্যাচ মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে। এই ম্যাচে তারেমির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

যদি দ্রুত পরিস্থিতির উন্নতি না হয় এবং বিমান চলাচল স্বাভাবিক না হয়, তাহলে ২১ ও ২৫ জুন ইন্টার মিলানের পরের ম্যাচগুলোতেও মিস করতে পারেন ৩২ বছর বয়সী তারেমি।

আরও পড়ুন

×