ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১৩৪ বলে ৩২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলল সূর্যবংশীর বন্ধু 

১৩৪ বলে ৩২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলল সূর্যবংশীর বন্ধু 

সূর্যবংশীর সঙ্গে বন্ধু আয়ন। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ১৭:৩৩ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ১৭:৪৮

এবারের আইপিএলের সেরা চমকের নাম সূর্যবংশী বৈভব। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল নিলামে জায়গা পায় সে। দল পেয়ে রেকর্ড গড়ে। এরপর ম্যাচ খেলতে নেমে সবচেয়ে কম বয়সে এবং ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়ে। বৈভব যে ভারতের ক্রিকেটের পরবর্তী বড় কিছু এ নিয়ে সম্ভবত আর কারো সংশয় নেই।

এবার আলোয় আসল বৈভবের বন্ধু আয়ন রাজ। তার বয়স মাত্র ১৩ বছর। এর মধ্যেই ১৩৪ বলে ৩২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছে সে। তার ওই ইনিংস সাজানো ছিল ৪১টি চার ও ২২টি ছক্কার শটে।

ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈভবের মতো বিহারেই বাড়ি আয়নের। সেখানে মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ-১৪ বিভাগে বিধ্বংসী ইনিংস খেলেছে সে। ম্যাচটি হয়েছ গত বৃহস্পতিবার। জেলা ক্রিকেট লিগ আয়োজিত ম্যাচে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলেছিল আয়ন রাজ।

ভারতের সংবাদ মাধ্যমের দাবি, মাত্র ৫ বছর বয়স থেকে ক্রিকেট খেলে আয়ন। বৈভব সূর্যবংশীর ঘনিষ্ঠ বন্ধুও আয়ন। বন্ধু বৈভব সম্পর্কে সে স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেম বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে অনুপ্রেরণা পাই। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলেছি। ও এখন বড় হয়ে গেছে। আমি চেষ্টা করছি ওর পথ অনুসরণ করে এগোনোর।

আরও পড়ুন

×