শিষ্যদের কড়া বার্তা দিলেন রিয়ালের নতুন কোচ আলোনসো

রিয়ালের অনুশীলনে আলোনসোর সঙ্গে রদ্রিগো। ছবি: রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ২০:৫২
আল হিলালের বিপক্ষে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় ক্লাব বিশ্বকাপ শুরু করবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের আগে ব্লাঙ্কোস ফুটবলারদের কড়া বার্তা দিয়েছেন কোচ জাবি আলোনসো।
সংবাদ মাধ্যম কাদেনা ছের দাবি করেছে, আলোনসো শিষ্যদের বলে দিয়েছেন, সকলকেই বলের পেছনে ছুটতে হবে। সে কিলিয়ান এমবাপ্পে হোন কিংবা ভিনিসিয়াস জুনিয়র। এমনকি গোলরক্ষক থিবো কর্তোয়াকেও। তিনি তারকা দেখবেন না। কথার এদিক-ওদিক হলে বেঞ্চে বসিয়ে দেবেন।
কাদেনা ছের সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘আলোনসো তার নতুন শিষ্যদের বলেছেন- চেষ্টার সামান্য ক্রুটি মানে খেলারও সুযোগ নেই।’ এমনকি এমবাপ্পেকেও বলের পেছনে দৌঁড়াতে হবে এবং প্রেস করতে হবে। আলোনসো সবকিছুর আগে দলটির অনিয়মিত প্রেসিং ফুটবল বন্ধ করতে চান। দলে কঠোর নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে চান।
সংবাদ মাধ্যম এও দাবি করেছে, এখন পর্যন্ত জাবি আলোনসো রিয়ালের চার ফুটবলারকে শুরুর একাদশে রাখার নিশ্চয়তা দিয়েছেন। তারা হলেন- ডিফেন্ডার হুইসেন ও ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ড এবং ফরোয়ার্ড লাইনে এমবাপ্পে এবং ভিনিসিয়াস। তবে সিস্টেম মেনে না খেললে বেঞ্চে বসিয়ে দিতে দু’বার ভাববেন না তিনি।
আলোনসো শিষ্যদের বলেছেন, ‘যে-ই না দৌড়ে শক্তি সঞ্চয় করে রাখবে, সে একটা হলুদ কার্ড পাবে। দু’বার একই কাজ করা মানে লাল কার্ড।’ আর বলার অপেক্ষা রাখে না যে, লাল কার্ড মানে এক ম্যাচ বেঞ্চে বসে থাকা। এই শর্ত থিবো কর্তোয়ার জন্যও প্রযোজ্য। আলোনসো তার প্রতি খেলোয়াড়ের থেকে সর্বোচ্চ প্রচেষ্টা দেখতে চান।