ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নেইমারে আগ্রহী চ্যাম্পিয়ন্স লিগের দল, জানালেন বাবা 

নেইমারে আগ্রহী চ্যাম্পিয়ন্স লিগের দল, জানালেন বাবা 

ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২২:৪১

নেইমার জুনিয়রের বাবা জানিয়েছেন, নেইমারকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়ন্স লিগে খেলা ইউরোপের দল। তবে সান্তোসও তাকে দলে রাখতে চায়। ব্রাজিলের অন্য ক্লাবও তাকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে আগ্রহী। 

ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপকে নেইমারের বাবা বলেছেন, ‘সামনে একটা দারুণ বাজার তৈরি হয়েছে। এই সপ্তাহে, আমরা মায়ামি যাচ্ছি একটি ক্লাবের সঙ্গে কথা বলতে। আমাদের তাদের কথা শুনতে হবে, জানতে হবে তারা আসলে কী চাচ্ছে।’ 

মায়ামিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলের সঙ্গে আলোচনা করবেন বলেও ইঙ্গিত করেন নেইমার সিনিয়র, ‘হ্যা, ইউরোপের ক্লাব তার প্রতি আগ্রহী। কিছু দল চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করছে। তারা জানে, নেইমার দারুণ মৌসুমে কাটানোর সামর্থ্য রাখে। তবে ব্রাজিলের ফুটবলও তাকে ধরে রাখতে আগ্রহী।’ 

জুনে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। আগামী মৌসুমে কোথায় খেলবেন ওই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেইমার নিজে নেবেন বলে জানিয়েছেন তার বাবা, ‘তার সান্তোসে থেকে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। সেজন্য তো অন্য ক্লাবের প্রস্তাব শুনতে মানা নেই। আমরা সবগুলো প্রস্তাব বিবেচনা করবো। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেইমার নেবে।’ 

২০২৬ বিশ্বকাপে খেলতে চান নেইমার। সেজন্য নিজেকে পূর্ণ ফিট করে, ফর্মে ফেরার লড়াই করছেন তিনি। নেইমারের বাবার বিশ্বাস, আগামী বিশ্বকাপে ভিনিসিয়াস, রাফিনিয়া, নেইমারকে একসঙ্গে দেখা যাবে, ‘আমরা পুনরায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে প্রস্তুত হচ্ছি। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েছেন। যা ভালো বিষয়। তবে কে কোচ তা মূল বিষয় নয়, আসল কথা হচ্ছে পরিশ্রম করা। আমি আগামী বিশ্বকাপে ভিনি, রদ্রিগো ও রাফিনিয়ার সঙ্গে নেইমারকে দেখতে পাচ্ছি।’ 

আরও পড়ুন

×