টেস্ট অধিনায়ক গিলকে শচীনের পরামর্শ

শুভমন গিল। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২১:০৮
ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুক্রবার মাঠে নামতে যাচ্ছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস করবেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিশচন্দন অশ্বিন পরবর্তী যুগে ভারতের নতুন টেস্ট যাত্রায় গিলের কাঁধে হাত রাখলেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
গিলকে সংবাদ মাধ্যম ক্রিকবাজের মাধ্যম শচীন পরামর্শ দিয়ে বলেছেন, ‘তার প্রতি আমার পরামর্শ হচ্ছে, যতক্ষণ তুমি দলের সেরা স্বার্থের কথা ভেবে সিদ্ধান্ত নিচ্ছো, ততক্ষণ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নাও, বাইরের কথা কানে দিও না। কারণ বাইরের মানুষের নানা মতমত থাকবে। তারা হয়তো বলবে- এটা না করে ওটা করলে ভালো হতো।
কিংবা এটা হচ্ছে না, ওটা ঠিকঠাক করতে পারছে না। খুব আক্রমণাত্মক বা খুব রক্ষণশীল তকমা দেবে। এসবে কান না দিয়ে দলের জন্য যেটা ভালো হবে এবং ড্রেসিংরুমে যেটা আলোচনা হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
গিলকে মাত্র ২৫ বছর বয়সে ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শচীন টেন্ডুলকারকে ২৩ বছর ১৬৯ দিন বয়সে টেস্টের অধিনায়ক করা হয়েছিল। যদিও অধিনায়ক হিসেবে বেশিদিন দায়িত্ব পালন করেননি শচীন। দু’জনের মধ্যে তুলনার প্রশ্নে বিষয়টি তিনি এগিয়ে গেছেন। তার মতে, এই দুই প্রজন্ম। একটার সঙ্গে আরেকটার তুলনা চলে না।
হেডিংলিতে ভারত ও ইংল্যান্ড বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টায় সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে। ইংল্যান্ড এরই মধ্যে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে। অন্য দিকে ভারত একাদশ ঘোষণা না করলেও ঋষভ পান্ত জানিয়ে দিয়েছেন অধিনায়ক গিল এই সিরিজে চারে ব্যাটিং করবেন। পূর্বে যেখানে বিরাট কোহলি ব্যাটিং করতেন।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টাঙ, শোয়েব বাশির।
ভারতের সম্ভাব্য একাদশ: জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, করুণ নায়ার, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা।
- বিষয় :
- শুভমন গিল
- শচীন টেন্ডুলকার